বায়তুশ শরফ কমপ্লেক্সের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) সকাল ১০টায় বায়তুশ শরফ কমপ্লেক্সের হল রুমে, উক্ত মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা ফোরকান আহমদ এর সার্বকি সহযোগীতায়, সহকারী শিক্ষক মাওলানা আমিনুর রশিদ এর সঞ্চালনায়,মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, খাগড়াছড়ি বায়তুশ শরফের সুপার মাওলানা ওসমান গণি, মাইনীমুখ ফাজিল মাদ্রাসার প্রধান মাওলানা ফেরদৌস আলম সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল ও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহমদ।
আগের পোস্ট