রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

alokitolangadu@gmsil.com

0 ৮৭

 

।। বিপ্লব ইসলাম।।

রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৪” র পরীক্ষার্থীদের বিদায় ও  নবীন বরন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই বিদায় নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল মামুন ইবনে মিজান এর সঞ্চালনায় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,লে.কর্নেল হিমেল মিয়া (পিএসসি) অধিনায়ক লংগদু জোন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ একে এম আব্দুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন,রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম,লংগদু মডেল কলেজের প্রভাষক ওসমান গনি প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।এই শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের বিনির্মাতা। তাই প্রত্যেক ছাত্র ছাত্রীদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি আরও বলেন, মাধ্যমিক স্তরের গন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করতে যাচ্ছ তোমরা। আগামী এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।