রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র অভিযানে ভারতীয় গরু আটক

alokitolangadu@gmail.com

0 ৬৩
মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলা রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক।

শনিবার (১৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে, একদল গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে চোরাইপথে শুল্ক ফাকি দিয়ে ভারত হতে গরু নিয়ে এসে বাঘাইছড়ি উপজেলার চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সাথে সাথে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি গরু চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনার ভিত্তিতে , অত্র জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বি টাইপ টহল দল ও আমতলী পুলিশ ফাড়ীর ০৪ জন পুলিশ সদস্যের সমন্বয়ে চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চরুয়াখালী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

চোরকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যায়। বিজিবি টহল দল উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০৩ টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসংগে জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি বলেন দেশীয় গরুর খামারীদের রক্ষায় ভারতীয় গরু চোরাচালান বিরোধী বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

মো

 

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।