সাবেক মাইনীমুখ ইউপি চেয়ারম্যান শাহ আলম আর নেই

0 ১,২৩৬

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম প্রকাশ শাহ আলম চেয়ারম্যান রবিবার(১১ জুন) সকাল ৮ টা ১০ মিনিটের সময় রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। পারিবারিক সূত্র জানায়, শাহ আলম চেয়ারম্যান দির্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্য জনিত নানান রোগে ভোগছিলেন। তিনি লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ছিলেন। এবং দীর্ঘদিন মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছিলেন।
শাহ আলম চেয়ারম্যান এর মৃত্যুতে মাইনীমুখ বাজার ব্যাবসায়ী মহল, ব্যাবসায়ী কল্যাণ সমিতি, লংগদু উপজেলা আওয়ামিলীগ, উপজেলা বিএনপি সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।