লংগদুতে ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে সভাপতি (ইউএনও) আকিব উসমাস ও সম্পাদক বাবুল দাশ বাবু

0 ৩৪৫

।। ও এফ মুছা ।।
রাঙামাটির লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকারী কমিটির মেয়াদ শেষ যাওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহষ্পতিবার, লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নতুন কমিটি গঠনের লক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার এক জরুরী সভার আয়োজন করা হয়।

সভায় লংগদু উপজেলা নির্বাহী অফিসার (অতি: দায়িত্ব) এবং ক্রীড়া সংস্থার সভাপতি আকিব উসমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা সুভাষ দাশ।

এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, ক্রীড়া সংস্থার সর্বস্তরের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় আলাপ আলোচনার ভিত্তিতে সকলের সম্মাতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার একটি নতুন কার্যকারী কমিটি গঠন করা হয়।
এতে পদাধিকারবলে লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব উসমান সভাপতি। সহসভাপতি যথাক্রমে লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, লংগদু থানা অফিসার ইনচার্জ (পদাধিকারবলে) মোহাম্মদ ইকবাল উদ্দিন, শাহ আলম মুরাদ, চন্দ্র সুরত চাকমা। বাবুল দাশ বাবুকে সাধারণ সম্পাদক, অতি: সাধারণ সম্পাদক এমএ হালিম, যুগ্ন সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাশ, খলিলুর রহমান খান ও শাহাদাৎ হোসেন শিপুকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।