শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে দীঘিনালা সেনা জোন
আলোকিত লংগদু ডেস্ক রিপোর্ট
পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীর সুখে- দুঃখে বিভিন্ন ভাবে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী । কখনও আর্থিক সহায়তা , বসত বাড়ি নির্মানের জন্য সরঞ্জাম প্রদান আবার কখনও জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন , দ্রব্যাদি ইত্যাদি বিতরণ করে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন । বিশেষ করে বিগত সময়ে করোনা মহামারিতে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন তা অতুলনীয় । তারই অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোন কর্তৃক যেকোনো সময় এ অঞ্চলের সাধারণ মানুষের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন । ২৬ ফেব্রুয়ারী ( শনিবার ) প্রতিবারের ন্যায় উপজেলার ৪ টি গরীব ও দুস্থ পরিবারের মাঝে সন্তানদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা এবং জীবিকা নির্বাহের জন্য দ্রব্যাদি প্রদান করেন দীঘিনালা সেনা জোন । দীঘিনালা সেনা জোন অধিনায়কের পক্ষে উপকার ভোগীদের হাতে সহায়তা তুলে দেন , জোন এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট রাইয়ান আহমেদ অর্ণ । উপোকার ভোগীরা হলেন , ধনবী চাকমা , নুরী আক্তার , জাহেদা খাতুন ও সুপন চাকমা । প্রয়োজনীয় অর্থ ও দ্রব্যাদি সহায়তা পেয়ে উপকার ভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন ।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।