লংগদুতে ২২ টি কেন্দ্রে ১ দিনের গণ টিকা প্রদান 

৭০

। আলোকিত লংগদু ডেক্স।।

সারাদেশে ১কোটি মানুষকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়ার ঘোষণা অনুযায়ী  আজ শনিবার(২৬ফেব্রুয়ারি) তারই অংশ হিসাবে রাঙ্গামাটির লংগদু উপজেলায়ও টিকাদান কার্যক্রম করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার অরবিন্দ চাকমা জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ২২টি কেন্দ্রে গণটিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। টিকা নিতে সকাল থেকে কেন্দ্রগুলোতে জনসাধারনের দীর্ঘ লাইন পড়েছে। আগ্রহের সাথে মানুষ গণটিকা গ্রহণ করেছে। টিকা প্রদানের কার্যক্রমে স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা নিয়োজিত ছিলেন। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নাই এমন ব্যক্তিরাও আজ নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পেরেছেন বলে স্বাস্থ্য বিভাগের ওই কর্মকর্তা জানান । এদিকে সকালে গণটিকা কার্যক্রম পরিদর্শণ করেছেন লংগদু উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন। তিনি বলেন, করোনা ভাইরাসের ১ দিনের গণ টিকা নিতে মানুষের এখন আগ্রহ অনেক বেড়েছে। বাদপড়া সকলকে টিকার আওতায় আনার জন্য ইতিমধ্যে নবনির্বাচিত জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যাক্তিরা কাজ করে যাচ্ছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।