লংগদুতে সংরক্ষীত নারী সদস্যা ফেরদৌস বেগমের শপত গ্রহন

0 ২১৮

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের সংরক্ষীত নারী সদস্য পদে উপ নির্বাচনে বিজয়ী সদস্যা ফেরদৌস বেগম এর শপত গ্রহন গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার(১৭ নভেম্বর), লংগদু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শপত বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ক্যাথোয়াই প্রু মারমা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমির উদ্দিন, লংগদু প্রেস ক্লাবেরে সভাপতি মোঃ এখলাস মিঞা খান, বগাচতর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ সহ গন্যমান্য ব্যাক্তিগন এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২০ অক্টোবর বগাচতর ইউনিয়নের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের সংরক্ষীত নারী সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ফেরদৌস বেগম নির্বাচিত হন। মঙ্গলবার (১৭ নভেম্বর) তার শপত গ্রহন করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।