লংগদুতে নারী ও শিশু নির্যাতন, পাচার ও ইভিটিজিং রোধে সচেতনতামূলক সভা
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে নারী ও শিশু নির্যাতন, পাচার ও ইভিটিজিং রোধ কল্পে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবাল, (১৭ নভেম্বর), উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে এসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
(অতিঃ দায়িত্ব)লংগদু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা এর সভাপতিত্বে সচেতন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক হোসনে অরা বেগম। পৃথু দেওয়ান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও প্রশিক্ষক ননাবী চাকমা বক্তব্য রাখেন।
এসময় প্রশিক্ষণরত মহিলারা উপস্থিত ছিলেন। শেষে অতিথিগণ আই জি এ ট্রেনিং এবং সেলাই প্রশিক্ষন প্রোগ্রাম পরিদর্শন করেন। এছড়াও উপজেলার লগদু সদর ইউনিয়নের বড়াদম এলাকার শচীন্দ্র লাল কার্বারী পাড়া মহিলা সমিতির হস্তশিল্প, মৎস্য পুকুর, শবজি আবাদ ও বিপনন কেন্দ্র পরিদশন করেন।