লংগদুতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতদোয়া দিবস পালন
আলোকিত লংগদু ডেক্সঃ
রাঙামাটির লংগদুতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতদোয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর), উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলানায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়াম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পবন কুমার চাকমা, লংগদু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ঝান্টু। মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকৗেশলী সু্ব্রত বড়ুয়া।
এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।