রাস্ট্রের স্বাধীণতা রক্ষায় আমাদের সর্বদা সজাগ থাকতে হবে-জিওসি এস এম মতিউর রহমান

0 ১৮৭

সোহেল রানা দীঘিনালা: চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, “দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতা রক্ষায় সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে তোমরা দীর্ঘ প্রশিক্ষণ শেষে দক্ষ সেনা হিসেবে আত্ব প্রকাশ করেছো, তোমাদের আজকের কুচকাওয়াজ অত্যন্ত চমৎকার সুন্দর হয়েছে। এটি সম্ভব হয়েছে, তোমাদের আন্তরিক প্রচেষ্টা ফলে।”বৃহস্পতিবার (২২অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলাস্থ দীঘিনালা সেনানিবাসে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান, ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মেহেদি হাসান চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি  ২০৩ পদাতিক ব্রিগেড এর কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান,  ২৪ পদাতিক ডিভিশনের কর্ণেল ষ্টাফ, কর্ণেল মোঃ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সর্বশ্রেষ্ঠ রিক্রুট তরিকুল ইসলাম, ২য় শ্রেষ্ঠ রিক্রুট শাহিদ হাসান এবং ৩য় শ্রেষ্ঠ রিক্রুট সাব্বির কাজীসহ শ্রেষ্ঠ রিক্রুট এমদাদ উল্ল্যাহ, ফেরদৌস আলম, সুবাস রায়, মোহাম্মদ হোসাইন এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

এসময় ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মেহেদি হাসান চৌধুরী জানান, প্রশিক্ষণ শেষে ইস্ট বেংগল রেজিমেন্ট এর ৩শত ৭৮জন ও বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট এর ৫শত ৮১জনসহ ৯শত ৫৯ জন নবীন সৈনিক অংশ গ্রহণ করেন|

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।