লংগদুতে আর্থসামাজিক সামাজিক উন্নয়নের লক্ষে ৩০ জনকে বিআরডিবি’র ক্ষুদ্র ঋণ প্রদান

0 ৯০

।। ও এফ মূছা ।।
রাঙামাটির লংগদুতে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের লক্ষে লংগদু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের ( বিআরডিবি) উদ্যোগে উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের ইসলামপুর ও রশীদপুর এলাকায় সমিতিভূক্ত ৩০ জন সদস্যকে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে।
বুধবার(২১অক্টোবর) কালাপাকুজ্জা ইউপি কার্যালয়ে ইসলামপুর এলাকার ১৫ সদস্যের একটি পুরুষ দলকে ৫ লক্ষ ৭২ হাজার ৫শত টাকা এবং রশীদপুর এলাকার ১৫ সদস্যের একটি পুরুষ দলকে ৫লক্ষ ১হাজার টাকা সহ মোট ১০ লক্ষ ৭৩ হাজার ৫০০টাকার ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের ( বিআরডিবি) কর্মকর্তা বজল ইসলাম চৌধুরী পুরষ দলরে সদস্যদের মাঝে ঋণের টাকা তুলে দেন।
এসময় পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক সাইফুদ্দিন সুজন সহ অন্যান্য সংশ্লষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।