মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসককে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা
আলোকিত লংগদু ডেক্স:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় তরুন পল্লী চিকিৎসককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। ২৪জুলাই শুক্রবার ভোরের দিকে এঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টায় দিকে ৩ জন উপজাতীয় ব্যক্তি নুর মোহাম্মদের বাড়িতে আসে। তাদের এক জনের স্ত্রীর প্রসব বেদনার কথা বলে চিকিৎসার জন্য নুর মোহাম্মদকে ডেকে নিয়ে যায়। দুপুর হলেও নুর মোহাম্মদ বাড়িতে ফেরত না আসায় তাকে খোঁজাখোজির একপর্যায়ে দুপুর ১টার দিকে সাপমারা ব্রীজের নিচে হাত-পা বাধা ও বিবস্ত্র অবস্থায় তার লাশ পাওয়া যায়। সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধ করে তাদের সন্ত্রাসী কর্ম কান্ড কঠোর হস্তে দমন করার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম।
মাটিরাঙ্গা থানার ওসি শামসু উদ্দিন ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে