ব্রাহ্মণপাড়া থানা কর্তৃক ৬৪ কেজি গাঁজা ও ০১টি পিকআপ গাড়িসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক
alokitolangadu@gmail.com
আলোকিত লংগদু ডেক্সঃ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬৪ কেজি গাঁজা ও ০১টি পিকআপ গাড়িসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) ৫ টার সময় ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিঃ)/ শাহাবুর আলম ও সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ১নং মাধবপুর ইউনিয়ন মাধবপুর বাজার কুমিল্লা টু সিলেট মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০১টি পিকআপ গাড়ি হতে ৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী, ওয়াহিদুন নবী (২৭), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, মাধবপুর(দক্ষিণপাড়া), থানা-ব্রাহ্মনপাড়া ও মোঃ তপন মিয়া (১৯), পিতা-মোঃ কানু মিয়া,মাধবপুর, ১নং মাধবপুর , উপজেলা ব্রাহ্মনপাড়া, কুমিল্লাদেরকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় ব্রাহ্মনপাড়া থানার মামলা নং-২৩, তারিখ- ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, তারিখ- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করে আদালতে প্রেরণ করে।