খাগড়াছড়িতে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

0 ১০৭

আলোকিত লংগদু ডেক্স:

২০১৭ সালের জুন মাসে খাগড়াছড়ি জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ আবদুস সালামের স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের কার্যাদেশ প্রদান ও তিন চেকের বিপরীতে ১২ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে জেলা আওয়ামী লীগের সদস্য সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

দুদকের সহকারী পরিচালক আবুল বাশার খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা জাহেদ হোসেন, সাবেক হিসাব রক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া, ঠিকাদার খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিনকে আসামী করে মামলাটি বিশেষ জজ, জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলায় উল্লেখ করা হয় যে, উক্ত ৩ ব্যক্তি একে অপরের যোগসাজসে তৎকালীন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: মো: আবদুস সালামের স্বাক্ষর জাল করে ভুয়া কার্যাদেশ সৃজন পূর্বক ৪ টি গাড়ি মেরামতের বিল তৈরি করে ১১,৭২,৬২০ টাকা হতে আয়কর ও ভ্যাট বাবদ ১,৩১,৬৯৮ টাকা কর্তন করে অবশিষ্ট ১০,৪০,৭২২ টাকা আত্মসাৎ করে। যাহা দন্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭২ এবং ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।