লংগদু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা, সকলকে মাক্স পরা বাধ্য করতে হবে

0 ১৮২

।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ নভেম্বর), লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদী এর সভাপতিত্বে ও পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ক্যাথোয়াই প্রু মারমা, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, ওসি তদন্ত, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কর্তাগণ বক্তব্য রাখেন।

সভায় দেশে করোনা ভাইরাস ২য় ধাপে যাতে ব্যাপক সংক্রমিত হতে না পারে তার জন্য সকলকে মাক্স পরা বাধ্যতামূলক করতে হবে। সকলকে সতর্কভাবে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। এসময় আইনশৃৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।