বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাঃ বিঃ ফুটবল টুর্ণামেন্টে জেলায় পর্যায়ে ফাইনালে লংগদু বনাম রাজস্থলী
।। ও,এফ, মুছা ।।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় (বালক) ফুটবল টুর্ণামেন্ট/২০২২ এ রাঙ্গামাটি জেলা পর্যায়ের খেলায় লংগদু উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উঠেছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাঙামাটির মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় কাউখালী উপজেলার কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে লংগদু উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।
এদিকে আজ বিকালে ২য় সেমিফাইনাল খেলায় রাজস্থলী বনাম বরকল উপজেলা মোকাবিলা করে রাজস্থলী উপজলা জয়লাভ করে ফাইনালে উঠেছে।
আগামীকাল রোববার ফাইনাল খেলায় মুখোমুখি হবে লংগদু উপজেলা বনাম রাজস্থলী উপজলা বলে জানিয়েছেন মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।