ইউক্রেনে ট্যাংকবিধ্বংসী অস্ত্র-ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি

২৪৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ট্যাংকের টহল।রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ট্যাংকের টহল। ছবি: রয়টার্স রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য দেড় হাজার আধুনিক অস্ত্র দিচ্ছে জার্মানি। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অ্যান্টি-ট্যাংক ওয়েপন ও ‘স্ট্রিঙ্গার’ সারফেস টু এয়ার মিসাইল। বার্লিন সরকার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর মধ্যে দিয়ে সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধের যে নীতি ছিল, তাতে পরিবর্তন এল।

জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস বলেন, এ পরিস্থিতিতে পুতিনের সৈন্যদের হামলার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া আমাদের দায়িত্ব।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার চলমান হামলার মধ্যেই ইউক্রেনকে ১ হাজার অ্যান্টি-ট্যাংক ওয়েপন ও ৫০০ ‘স্ট্রিঙ্গার’ সারফেস টু এয়ার মিসাইল দেবে জার্মানি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।