লংগদুতে আরো চারজনের করোনা সনাক্ত।
আলোকিত লংগদু ডেস্কঃ
মহামারি কোভিট১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে লংগদুতে। করোনা সংক্রমণ এড়াতে কঠোর নজরদারিতে প্রশাসন।
রবি বার (১১ জুলাই) লংগদু উপজেলার লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেষ্টের মাধ্যমে উপজেলাতে আরো চারজন নারীর করোনা সনাক্ত হয়।
লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকালপার্সন ডাঃ ফখরুল ইসলাম জানান, গতকাল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেষ্টের মাধ্যমে চারজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্ররান্ত চারজনই কালাপাকুজ্জা সরকারী আশ্রয়ন প্রকল্প ইসলামপুরের বাসিন্দা । তারা সবাই স্বাভাবিক ও সুস্থ রয়েছে বলে জানা যায়।
করোনার দ্বিতীয় ঢেউয়ে লংগদুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেস্টের মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২ জনের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়াগেছে।
অপর দিকে মহামারি করোনার প্রাদুর্ভাব কমাতে উপজেলা প্রশাসন, লংগদু থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী, রেডক্রিসেন্ট,স্কাউট এর সদস্যরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিনিয়ত মাইকিং ও মাক্স বিতরণের কাজ করে যাচ্ছে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।