মুজিব বর্ষে লংগদুতে আওয়ামীলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
।। সাকিব আলম মামুন ।।
…………………………………………..
মুজিব বর্ষে লংগদুতে আওয়ামীলীগের বৃক্ষরোপণ কর্মসূচিমুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাংগামাটি জেলার লংগদু উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদযাপন করা হয়েছে।
১২ জুলাই (বুধবার) সকাল ১১ ঘটিকায় লংগদু শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপনের কর্মসূচির অংশ হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে লংগদু উপজেলা নিবার্হী অফিসার মাইনুল আবেদীন এর সভাপতিত্বে উক্ত বৃক্ষ রোপন কর্মসূচি সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা সহকারী কমিশনার ভুমি ক্যাথোয়াই প্রু মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহি, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া , রাংগামাটি জেলা যুবলীগের সদস্য শাহ নজরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক জিয়া সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিতি ছিলেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষ রোপনের অভিযানে আমরাও অংশগ্রহণ করেছি। প্রকৃতি সবুজায়নে বৃক্ষ রোপনের গুরুত্ব অপরিসীম। আমরা লংগদু উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বৃক্ষ রোপন অভিযান অব্যাহত রাখবো।