লংগদুতে নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত

0 ২৪৯

সাকিব আলম মামুন
……………………………..

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর আগ্রাসন দিনদিন বেড়েই চলছে। বিগত দিনের তুলনায় বর্তমানে লংগদুতেও এর বিস্তার বেড়ে চলেছে। গত ৫ আগস্ট লংগদুতে অবস্থানরত ৬ জনের করোনা লক্ষন দেখা দিলে লংগদু উপজেলা কমপ্লেক্সের সহায়তায় তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ল্যাবে পাঠানো হয়।
অদ্য ৯ আগস্ট (রবিবার) করোনা রিপোর্ট অনুযায়ী লংগদু ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩ জন বাইট্টাপাড়া ৩৬ আনসার ব্যাটালিয়নের এক সদস্য, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প্রধান হিসাব সহকারি, অন্যজন লংগদু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর গাড়ি চালক।
লংগদু স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা জানান, আজকের রিপোর্ট অনুযায়ী ৩ জন শনাক্ত হয়েছে এবং উনারা প্রশাসনের নির্দেশনায় হোম কোয়ারান্টাইনে রয়েছেন। এপর্যন্ত তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।
এ নিয়ে লংগদুতে মোট আক্রান্তের সংখ্যা ১৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন এবং এপর্যন্ত লংগদুতে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১১২ জনের। তবে কোন মৃত্যুর সংবাদ এখনো শুনা যায়নি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।