গোসল করতে গিয়ে কাপ্তাই হৃদে ডুবে বৃদ্ধার মৃত্যু

0 ১৯৩

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রতিদিনের ন্যায় আজও নিজের বাড়ির ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় কামরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধা।

৮ এপ্রিল সোমবার সকাল দশটার দিকে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া মিস্তিরিটিলা ৮নং ওয়ার্ড এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায়, প্রদিনের ন্যায় লাঠি ভর দিয়ে নিজেই ঘাটে গোসল করতে যায় বৃদ্ধা।
পাশের ঘাট থেকে সুমন নামে এক যুবক তাকে ডুবতে আর ভাসতে দেখে দৌড়ে এসে বৃদ্ধার পরিবারকে বললে তারা গিয়ে বৃদ্ধাকে আর খুঁজে পায়নি।

পরবর্তীতে স্থানীয় জেলেদের মাধ্যমে খুঁজাখুঁজি করে একই এলাকার ডুবুরি নাজিমের হাতে ভেসে উঠে বৃদ্ধা কামরুলের মৃতদেহ।

এ সময় লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা সূর্য আলো চাকমাসহ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তিনি বয়োবৃদ্ধ হওয়ায় এরকম সমস্যার সৃষ্টি হয়েছে। পরিবারে লোকজন এমন পরিস্থিতিতে মর্মাহত।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।