লংগদুতে ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

১৪৩

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬জুন) উপজেলার আটারকছড়া আর এস উচ্চ বিদয়ালয়ের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় চাকমা (মিত্র)।
জুম ফাউন্ডেশনের লিন প্রকল্পের লংগদু উপজেলার সমন্বয়ক অমূল্য ধন চাকমার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন উত্তর ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল হোসেন মালেক, উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুশীল চাকমা, উপসহকারী কৃষি কর্মকর্তা বুদ্ধ সুরথ চাকমা, আটারকছড়া ইউপি সদস্য জিয়াউর রহমান, মহিলা সদস্যা স্বরনিকা চাকমা,
গর্ভবতী মা ও শিশুর দেহ, মন বিকাশে যথাযথভাবে পুষ্টি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।
#

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।