সীতাকুণ্ড ট্রাজেডিতে আহতদের পাশে গাথাঁছড়া বায়তুশ শরফ আদর্শ প্রাক্তন ছাত্র সংসদ।

১৩৫

আলোকিত লংগদু ডেস্কঃ

গাঁথাছড়া বায়তুশ শরফ আদর্শ প্রাক্তন ছাত্র সংসদের এক প্রতিনিধিদল, সংগঠনের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ ফোরকান আহমদ সাহেব মঃজিঃ সুপার বায়তুশ শরফ কমপ্লেক্স মহোদয়ের নেতৃত্বে সীতাকুণ্ড বি এম কন্টিনেন্টাল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের গঠনায় নিহত ও পঙ্গুত্ব এবং আহত ব্যাক্তিদের দেখতে সুদূর রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা হতে চমেক হাসপাতালে তাদের পরিদর্শন করতে আসেন এবং তাদের দেখে খুবি আবেগপ্রবণ হয়ে আল্লাহর দরবারে রাষ্ট্রের সেবায় নিয়োজিত ফায়ার ফাইটার সদস্যসহ নিহতদের আত্মার মাগফেরাত ও আহদের
শেফার দোয়া করেন, সাথে সেবায় নিয়োজিত ব্রাদ্রার বাহার ভাইয়ের মাধ্যমে তাদের ঔষধ ও চিকিৎসা সেবার জন্য ওনার নিকট ক্ষুদ্র আর্থিক সহাযোগিতার হস্তান্তর করেন। তখন মুহতারাম হুজুর বলেন এটি আমাদের বায়তুশ শরফ পীর মুর্শীদের শিক্ষা। আমার প্রিয় ছাত্ররা সূদুর পাহাড়ী আঞ্চল থেকে অসহায় মানুষদের সেবা ও সহযোগিতা করতে ভুলে যাননি। এটি একটি বড় শিক্ষা সেচ্ছাসেবী ও মানবিকতার ক্ষেত্রে। আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সাথে দেশের সকল সেচ্ছাসেবী ও বৃত্তবান লোকদের এগিয়ে এসে অসহায় মানুষগুলোর সেবাদিতে আহবান জানান তিনি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।