গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসায় বই বিতরণী উৎসব

২৩১

দৈনিক আলোকিত লংগদু ডেস্কঃ

মহামারী করোনার এই ক্রান্তিকালেও বছরের প্রথম দিন থেকে প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে কচিকাঁচা শিশুদের হাতে নতুন বছরের বই তুলে দিচ্ছেন স্কুল, মাদ্রাসার শিক্ষকরা।

শনিবার (২ জানুয়ারী ২০২১ইং) গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসায় পড়ুয়া কচিকাঁচা ছেলে মেয়েদের হাতে নতুন বছরের বই তুলেদেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

বই বিতরণী উৎসবে উপজেলা সদরের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ও গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসায়ও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল আবেদীন, লংগদু থানা ওসি মোঃ সাইফুল ইসলাম, লংগদু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ প্রমুখ।

নতুন বছরের বই হাতে পেয়ে শিশুদের মন যেনো আনন্দে ভরে উঠেছে। দীর্ঘ অর্ধ বছর পর স্কুল, মাদ্রাসায় প্রাঙ্গণে প্রবেশ করতে পেরে আনন্দে উৎসাহিত ছাত্র,ছাত্রীরা।

গাঁথাছড়া মাদ্রাসার সুপার মাওঃ ফোরকান আহমদ বলেন আমরা করোনাকালীন সময়েও চেয়েছি হুম মনিটরিং করার জন্য। যাতে করে ছাত্র ছাত্রীরা লেখা পড়ার প্রতি আগ্রহী থাকে এবং এখনো একই ভাবে মনিটরিং করছি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।