লংগদুতে বন্যহাতির আক্রমণে ৬টি বসতি ঘর লন্ডভন্ড

৮৭

।। গোলামুর রহমান ।।
রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় বন্যহাতির আক্রমণে অন্তত ৬টি বসত ঘর লন্ডভন্ড হয়েছে।
মঙ্গলবার, মধ্যরাতে ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় একটি বন্যহাতি জনবসতিতে আক্রমণ চালায়। এতে অন্তত ৬টি বসত ঘর ভাংচুর করে ক্ষতিগ্রস্থ করেছে।
এলাকার ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিক মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি পাগলা বন্যহাতি এসে ঘরেবাড়ি ভাংচুর চালিয়ে ঘরে রাখা ধান, চাল খাদ্য দ্রব্য খেয়ে নষ্ট করে। এসময় লোকজন ঘর থেকে বের যাওয়ায় হতাহত হয়নি কেউ। ক্ষতিগ্রস্তরা হলেন, শফিকুল ইসলাম, আমীর আলী, বাদশা মিঞা (প্রতিবন্ধী), আল মামুন বাবু (৮ নং ওয়ার্ড), হাসান মিয়া, রফিকুল ইসলাম।
বন্যহাতিটিকে লোকালয় থেকে সরানোর জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।