বাঘাইছড়িতে করোনায় ক্ষতিগ্রস্হ হত-দরিদ্রদের মাঝে ত্রান-সামগ্রী বিতরণ
![](https://alokitolangadu.com/wp-content/uploads/2020/08/vvv-696x430.jpg)
বাঘাইছড়ি উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় প্রানঘাতি করোনায় ক্ষতিগ্রস্হ বেকার ও হত- দরিদ্র ৭ হাজার পরিবারের মাঝে সবজী বীজ সহ ত্রান -সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও ইউ এন ডি পি’র সহযোগীতায় ২৩ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরনের উদ্বোধন করা হয়।
ইউ এন ডি পি আয়োজিত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নূরন্নবী সরকারের সভাপতিত্বে অনুষ্টিত ত্রান-সামগ্রী বিতরনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলীখান, বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কৃষি-খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা কডিনেটর মিশন চাকমা ও ইউ এইচ এ আই ডি এর উপজেলা ফ্যাসিলেটর ধীমান চাকমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।