ভাইবোনছড়াতে একটি বসতঘর পুড়ে ছাই

0 ১১৬

।।আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ভাইবোনছড়া সুরেশ সরকার বাড়ী পাড়ার বাসিন্দা শুদ্ধধন চাকমা(৪৫) এর বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার(৪আগষ্ট),এলাকাবাসীর সূত্র জানায়, বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার সময় শুদ্ধধন চাকমার বসত ঘরটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। কিছু বুঝে উঠার আগেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। মুহুর্তেই গোটা ঘরটি আগুণে পুড়ে যায়। এলাকাবাসীরা আগুন নিবানোর জন্য ছুটে আসলেও ততক্ষণে ঘরটি জ্বলে যায়। রান্নাঘর হতে আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়।
ক্ষয়ক্ষতির পরিমান চাউল, আসবাপএ, এবং নগদ ২০ হাজার টাকা, ধান ৪০মন, অন্যান্য সহ আনুমানিক ২লক্ষাধিক টাকা বলে এলাকাবাসীরা জানায়। মালামাল সহ বসতঘরটি পুড়ে যাওয়ায় শুদ্ধধন চাকমা একেবারে নিঃস্ব হয়ে গেছে বলে সে জানায়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।