মাইনীমূখ ইউপি’র প্যানেল চেয়ারম্যান নির্বাচনে জয়নাল আবদীন নির্বাচিত
সাকিব আল মামুন:-
রাঙামাটির লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. জয়নাল আবেদীন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
রবিবার (১২ জুলাই) সকাল ১০ ঘটিকায় অনানুষ্ঠানিক ভাবে মাইনীমূখ ইউপি কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচন হয়। নির্বাচনে প্যানেল চেয়ারম্যান পুরুষ প্রার্থী ছিলেন ৩জন ও মহিলা ১জন। নির্বাচনে অংশগ্রহণ করেন জয়নাল আবেদীন মুরগ মার্কা, কাশেম মেম্বার ছাতা মার্কা ও হাশেম মেম্বার ফুটবল মার্কায়। উক্ত নির্বাচনে ভোট প্রদান করেন মাইনীমূখ ইউপির অন্তর্ভুক্ত ৯ ওয়ার্ডের ৯ জন পুরুষ ইউপি সদস্য ও ৩ জন মহিলা ইউপি সদস্য
নির্বাচনে ১২ ভোটের মধ্যে যৌথভাবে জয়নাল আবেদীন ও কাশেম মেম্বার পেয়েছেন ৫ ভোট এবং হাশেম মেম্বার ২ ভোট। পরবর্তীতে যৌথ উভয়ের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত হন জয়নাল আবেদীন ৯নং ওয়ার্ড সদস্য (উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক)। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মহিলা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন অজুফা বেগম। এসময় উপস্থিত ছিলেন, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, ইউপি সচিব আব্দুল বারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন, মাইনীমূখ ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহর আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।