লংগদুতে ১৪টি কমিউনিটি ক্লিনিকে ল্যাপটব প্রদান

0 ১৮২

।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকার ১৪টি কমিউনিটি ক্লিনিকে ল্যাপটব প্রদান করা হয়েছে।
সোমবার(১৬ নভেম্বর), লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা কমিউনিটি ক্লিনিকের প্রধান কমিউনিটি হেল্থ কেয়ার প্রপাইটরদের নিকট এই এল্যাপটব বিতরণ করেন।
এখন থেকে সকল কমিউনিটি ক্লিনিকের হেল্থ কেয়ার প্রপাইটরগণ মেডিসিন, পুষ্টি, গর্ভবতী, শিশু সহ সকল তথ্যাদি ডাটা বেজ করে অনলাইনে রিপোর্টিংয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ল্যাপটব প্রদান করা হয়েছে। এতে স্বাস্থ্য সেবায় গতি বাড়বে বলে প্রভাইটরগণ জানায়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।