লংগদু সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হৃদয়ে নিকেতন’ অনুষ্ঠিত
লংগদু সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হৃদয়ে নিকেতন’ অনুষ্ঠিত
।। ও.এফ মুছা।।
খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনে অবস্থিত লংগদু সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান “হৃদয়ে নিকেতন” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ), সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের মাঠে লংগদু সেনা জোন এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে করে।
সেনামৈত্রী বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি লেডিস ক্লাবের সহ-সভানেত্রী মিসেস রাবেয়া জাহাঙ্গীর। উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়ি লেডিস ক্লাবের অন্যান্য সদস্যাবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত সংগীতের মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার চাকমা।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে পাহাড়ী-বাঙ্গালী গান ও নাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেন। এছাড়াও স্কুলের প্রশাসনিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রধান অতিথি একটি কম্পিউটার ও প্রিন্টার অনুদান হিসেবে দেন।
প্রধান অতিথি মিসেস রাবেয়া জাহাঙ্গীর তার বক্তব্যে স্কুলের উন্নতি ও শিক্ষার প্রসারের জন্য খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও সাহায্য অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
প্রধান অতিথির নতুন ড্রেস উপহার পেয়ে স্কুলের শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছ্বসিত ও খুশি।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।