লংগদুতে প্রতিকী অনশন করেছে বিএনপি ও অংগ সংগঠন।

১১১

লংগদুতে প্রতিকী অনশন করেছে বিএনপি ও অংগ সংগঠন।

।। আলোকিত লংগদু ডেক্স ।।
চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজীয় দ্রব্য মূল্যের উর্ধগতি ও সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে রাঙামাটির লংগদুতে প্রতিকী অনশন করেছে বিএনপি ও অংগ সংগঠন।
বৃহস্পতিবার (৩১ মার্চ), লংগদু উপজেলার মাইনীমুখ বাজারস্থ উপজপলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিকী অনশনে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলের উপজলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়।
প্রতিকী অনশনে লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচীব মোঃ ইউনুছ এর পরিচালনা বক্তব্য দেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাইফুল খান, মাইনীমুখ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, সেচ্ছাসেবক দেলর আহবাক তারা মিয়া, ছাত্রদলের আহবায়ক রায়হান উদ্দিন সহ অনেকে। বক্তারা বলেন, দেশে এখন দিন দিন নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। বর্তমান সরকার অবৈধ সরকার তাদের ক্ষতায় টিকে থাকার মেয়াদ শেষ হয়েছে তাই তারা লুটপাট চালাচ্ছে।
সকাল ৯ টা থেকে বেলা ১টায় প্রতিকী অনশন শেষ হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।