লংগদু জোনের আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0 ৩০৪

।। মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে আর্ত মানবতার সেবায় দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন তেজস্বী বীর লংগদু জোন।

মঙ্গলবার ( ২৬  ডিসেম্বর)  সকাল ১০ টায়  রাঙ্গামাটি জেলার  লংগদু উপজেলার লংগদু ইউনিয়ন ২নং  ওয়ার্ড বেংগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে  মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এসময় লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার ১৬৮ জন পাহাড়ী অসহায় দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয়  ৬ জন অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়ার নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাাসিব এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।

এ সময় উপকারভোগীরা বেংগীছড়া এলাকায় এই বিনামূল্যে চিকিৎসা সহায়তার  প্রদানের ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।