লংগদুতে সড়ক, ফায়ার স্টেশন নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী

১৫৬

।। ওমর ফারুক মুছা।।

রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মুসলিব্লক হতে মাইনীমুখ বাজার পর্যন্ত পাকারাস্তা এবং লংগদু হতে নারিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে উপজেলা সর্বস্থরের ভুক্তভোগী জনসাধারণে ব্যানারে।


রোববার ( ২৯ জানুয়ারি) লংগদু উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণের আয়োজনে মানববন্ধনে লংগদু ভোক্তা অধিকার পরিষদের আহ্বায়ক এবিএস মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সেলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, লংগদু ইউপি চেয়ারম্যান, বিক্রম চাকমা বলি, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি, শাহাদাৎ ফরাজী সাকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক, ইব্রাহিম খলিল,বাইট্টা মটর সাইকেল সমিতির সভাপতি আবু হানিফ, সহ সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারন উপস্থিতি ছিলেন।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতার চার দশক পার হলেও লংগদু উপজেলার ৪টি ইউনিয়নের সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা করায় এলজিইডি অফিস ও স্থানীয় প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। অপরদিদকে আগামী মার্চ মাসের পূর্বে ফায়ার সার্ভিস স্টেশন, মুসলিব্লক হতে মাইনীমুখ বাজার পর্যন্ত পাকারাস্তা এবং লংগদু হতে নারিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের
দাবী জানিয়েছে অন্যথায় দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচী পালন করবে বলে বক্তারা হুশিয়ার উচ্চারণ করেন।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নিকট এর কাছে স্মারকলিপি পেশ করেন তারা।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।