লংগদুতে রাবেতা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৩৪

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটি জোলা লংগদু উপজেলায় রাবেতা মডেল বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইবনে সিনা হাসপাতালের প্রজেক্ট কো-অডিনেটর নুরুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, প্রবীন সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান, মাওলানা সিরাজুল ইসলাম।
এছাড়াও লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, সাধারণ সম্পাদক আরমান খান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকগন ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
শেষে অতিথীগন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।