লংগদুতে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

৯২

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলার বৃহত্তর ব্যাবসা কেন্দ্র মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতি ও মাইনীমুখ বাজার যুব কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরঅান মাহফীল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৫ ডিসেম্বর) উপজেলার মাইনীমুখ বাজারে বাদ আছর থেকে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফীলে সভাপতিত্ব করেন, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ। মুসলিম ব্লগ জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার। প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসির ও দোয়া মোনাজাত পেশ করেন হযরত মাওলানা আব্দুল মজিদ নাটোরী।

প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন বাংলাদেশ মজলিসুল মোফাসসীরীন এর সহকারী যুগ্ন সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার সিলেট। এছাড়াও ওয়াজীন বক্তব্য পেশ করেন, মাওলানা সাদুর রশীদ, মাওলানা অামিনুর রশীদ প্রমুখ। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন সহ বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা হাজারোধিক মুসল্লীগন উপস্থিত থেকে কোরআন হাদিসের বয়ান শুনেন। বক্তারা বলেন, নিজেদের ইমান আমল ঠিক রাখতে হলে আল্লাহ ও তার রাসুলের দেখানো পথ তথা কোরআন, হাদিসের আলোকে চলতে হবে। পরকালে মুক্তি পেতে হলে নবীজির দেখানো পথেই আমাদেরকে হাটতে হবে। বক্তারা আরো বলেন, চক্রান্তকারীরা মুসলমানদের মধ্যে বিভেদ, পেতনা, পেসাদ সৃষ্টি করে মুসলমানদের নিশ্চিহ্ন করতে চায়। তাই সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। #

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।