লংগদুতে বিজিবি’র অভিযানে অবৈধ গামারী কাঠ জব্দ

alokitolangadu@gmail

0 ১৭৭

।। লংগদু প্রতিনিধি ।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর (৩৭ বিজিবি) জোনের অভিযানে ৭৭ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়েছে।

বিজিবি জোন সূত্র জানায়, বুধবার রাতের বেলায় রাজনগর (৩৭ বিজিবি) জোনের এর আওতাধীন ভাসাইন্যাদম ইউনিয়নের পোকশাপাড়া এলাকায় একদল চোরাকারবারী পাচারের জন্য রিজার্ভ বন থেকে কাঠ কেটে চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত করছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে ১টি টহল দল এবং চাইল্যাতলী বিজিবি ক্যাম্প হতে হাবিলদার মো: জহিরুল ইসলাম এর নেতৃত্বে ১টি টহল দল একত্রিত হয়ে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৭৭ ঘনফুট গামারী গোলকাঠ জব্দকরতে সক্ষম হয়। যার বাজার মূল্য আনুমানিক ১লক্ষ, ১৫ হাজার টাকা।

জব্দকৃত কাঠগুলো রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার বলেন, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।