চিকিৎসার খরচ কে চালাবে, চিন্তায় হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা

0 ৪০০

।। গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে ‘চিকিৎসা খরচ কে চালাবে’, সেই চিন্তায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জামাল (৫৫) নামে এক রোগী।

৬ মার্চ বুধবার দুপুর ১২টার সময় লংগদু সদর হাসপাতালে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
জামাল লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া গ্রামের বাসিন্দা।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সে গত ২৯ ফেব্রুয়ারি পায়ের ইনফেকশন নিয়ে রাঙ্গামাটি লংগদু সদর হাসপাতালে ভর্তি হন জামাল। আজ সকালেও সে ভালো ছিলো। সকালে তার স্ত্রী পাশে থেকে একটু দূরে গেলেই ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যার চেষ্টা করে। এতে করে তার গলার শ্বাসনালী কেটে যায়।

জামালের স্ত্রী জানান, গত রাতে তিনি আমাকে চিকিৎসা খরচ কীভাবে চলবে সেই চিন্তার কথা বলেছেন। আমি চিন্তা করতে বারণ করি। পরবর্তীতে আজ দুপুরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মেজবাহ উদ্দীন জানান, তিনি কি কারণে এমন করেছেন, সেটা কারোর জানা নাই। তবে পরিবার বলছে, অর্থনৈতিক কারণে এমনটা হতে পারে। এই ঘটনায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।