লংগদুতে চাদেরগাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে। ৩জন আহত

২২০

লংগদুতে চাদেরগাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে। ৩জন আহত

।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি মাস্টারবাড়ী নামক স্থানে চাঁদেরগাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার একপাশে ৫/৬ মিটার নিচে খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে ৩জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
আহত তিনজন হলো গাড়ীর চালক মোঃ ইয়াছিন (৩০) গ্রাম বাইট্টাপাড়া, মোঃ কামাল হোসেন(২৫), রবিউল হোসেন (৫০) উভয় গ্রাম মাইনীমূখ। তিন জনের মধ্যে গাড়ী চালক মোঃ ইয়াছিন বেশি গুরুতর আহত হওয়ায় তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে লংগদু স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা জানান।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১২ডিসেম্বর) সকালে আটটার সময় উপজেলার বাইট্টাপাড়া হতে ১৫ জন ব্যাবসায়ীক যাত্রী নিয়ে একটি চাদেরগাড়ী মালামাল বোঝাই করে উপজেলার ইয়ারিংছড়ি সাপ্তাহিক বাজারে যাচ্ছিলেন।
এসময় আটারকছড়া মাষ্টারবাড়ী এলাকায় পৌছালে চালক গাড়ীটি নিয়ন্ত্রণ হারালে মূল সড়ক হতে ৫/৬ মিটার নিচে খাদে পড়ে যায়। বাকী যাত্রীরা অক্ষত আছে বলে স্থানীয়রা জানায়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।