লংগদুতে সমাজসেবা জাগরণী সপ্তাহ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩৪

লংগদুতে সমাজসেবা জাগরণী সপ্তাহ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

।। আলোকিত লংগদু ডেক্স।।
মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা সমাজসেবা অধিদফতরের আওতাধীন সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আগামী “১৪-২১ ডিসেম্বর ২০২১খ্রিঃ পর্যন্ত জাগরণী সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার, উপজেলার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু সহ বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্যগণ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।