মুজিব বর্ষ উপলক্ষে লংগদুতে বৃক্ষ রোপন অভিযান উদ্ভোধন

0 ৭২

।। আলোকিত লংগদু ডেক্স।।
“মুজিব বর্ষের আহ্বানে লাগাই গাছ, বাড়াই বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর আওয়াতায় রাঙামাটির লংগদু উপজেলায় প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ রোপন অভিযান ও চার বিতরণ উদ্ভোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৬জুলাই), সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে বৃক্ষরোপন অভিযানের উদ্ভোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ উল্টাছড়ি রেঞ্জের কর্মকর্তা নির্মল কুমার কুন্ডু, সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এউপলক্ষে বন বিভাগ ও উপজেলা প্রশাসন বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা প্রদান করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।