ঘুমধুমের ভালুকিয়া ধর্মজ্যোতি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

0 ৮৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া ঐতিহ্যবাহী ধর্মজ্যোতি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোত্তসব ২০২০ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর ঘুমধুমের ভালুকিয়া পাড়ায় অবস্থিত উক্ত ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকাবৃন্দদের কঠিন চীবর দানের মাধ্যমে এই মহতী ধর্মীয় উত্তসব সম্পাদিত হয়।

উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরুগণ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘুমধুম ইউনিয়নের সদস্য বাবুল কান্তি তঞ্চঙ্গ্যা।

চীবর দানোত্তসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম-বিষয়ক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রতিনিধি আলহাজ্ব মো. খাইরুল বশর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যান ওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা। উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তছলিম ইকবাল, ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট তারিক আজিজ জামী, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন, রাজাপালং ইউনিয়নের নব নির্বাচিত সদস্য হেলাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মংবং তঞ্চঙ্গ্যা, আওয়ামী লীগ নেতা ডা. মোক্তার, বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী কোম্পানি, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক এম ডি জসিম উদ্দিন, রুবেল উদ্দিন প্রমুখ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।