খাগড়াছড়ি বায়তুশ শরফ প্রাক্তন ছাত্র সংসদের ত্রি- বার্ষিক সম্মেলন ২০ সম্পন্ন

0 ২২০

আলোকিত লংগদু ডেক্স:

খাগড়াছড়ি বায়তুশ শরফ প্রাক্তন ছাত্র সংসদের ত্রি- বার্ষিক সম্মেলন ২০ সম্পন্ন করা হয়েছে, উক্ত সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা  আললহাজ্ব মাওঃ আবু ওসমান সাহেব এর সভাপতিত্বে ১০ ই অক্টোবর ২০ ইং যথাযথভাবে খাগড়াছড়ি বায়তুশ শরফ আদর্শ প্রাক্তন ছাত্র সংসদের ত্রি-বার্ষিকসভা ও বার্ষিক পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ত্রি-বাষির্ক সভায় সভাপ্রতি হিসেবে পূণরায় মোহাম্মদ নূরুল ইসলাম ও সেক্রেটারি হিসেবে মোহাম্মদ আমিনুল ইসলাম র্নিবাচিত হয়েছেন। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর সম্মানিত সভাপতি অত্র সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আলহাজ্ব লিয়াকত চৌধুরী।  প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর সম্মানিত সেক্রেটারি অত্র সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য অালহাজ্ব সেলিম সাহেব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স এর সম্মানিত সুপার অালহাজ্ব মাওলানা হাফেজ ফোরকান অাহমেদ সাহেব।

বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর সম্মানিত সুপার অালহাজ্ব সামশুল অালম সাহেব। রাঙ্গামাটি বায়তুশ শরফের সিনিয়র শিক্ষক অালহাজ্ব সাদুর রশিদ সাহেব মাওলানা ছগির সাহেব ও দেলোয়ার সাহেব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বায়তুশ শরফের সম্মানিত সহসুপার ও গাথাছড়া বায়তুশ শরফ আদর্শ প্রাক্তন ছাত্র সংসদের সখভাপতি মাওঃ নুরুল ইসলাম সাহেব সেক্রেটারি মোহাম্মদ নাছির উদ্দিন সহ সভাপতি আবু সাঈদ ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাংবাদিক এম এ আমিন  এবং বাঘাইছড়ি বায়তুশ শরফ প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি আব্দুল মালেক। এ ছাড়া অত্র সংগঠনের সাবেক দায়িত্বশীল ও  সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, বায়তুশ শরফ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। তরিকতের ভিত্তিতে কুরঅান ও সুন্নাহ অালোকে বায়তুশ শরফের আদর্শ সমুহ বাস্তবায়ন করার জন্য প্রাক্তন ছাত্রদেরই ভূমিকা পালন করতে হবে। তরিকতে কাদেরিয়া ও বায়তুশ শরফের অাদর্শে অামাদের পথ চলতে হবে। পাবর্ত্য চট্টগ্রামসহ সারা বিশ্বে বায়তুশ শরফের অাদর্শ প্রচারে সকলকে কাজ করতে হবে। অত্র সংগঠনের মাধ্যমে সামাজিক, অসহায়, গরীব, মেধাবী, পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিতে হবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।