ক্যারিবীয়দের হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

৮৫

দুইবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। সোমবার রাতে করাচিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়েছে বাবর আজমের দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করেছিল পাকিস্তান। বাবর আজম ৭ রানে ফিরলেও মোহাম্মদ রিজওয়ান ৩০ বলে ৩৮, হায়দার আলী ৩৪ বলে ৩১, ইফতিখার আহমেদ ১৯ বলে ৩২ রান করেন। শেষদিকে শাদাব খান ১২ বলে অপরাজিত ২৮ রানের বিস্ফোরক ইনিংস। উইন্ডিজের ওডিয়েন স্মিথ ২৪ রানে ২ উইকেট নেন।

জবাবে ক্যারিবীয়রা অলআউট হয় ১৬৩ রানে। ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিং ৪৩ বলে ৬৭ রান করেন। এছাড়া রোমারিও শেফার্ড ৩৫ ও নিকোলাশ পুরান ২৬ রান করেন। পাক পেসার শাহিন শাহ আফ্রিদি তিনটি উইকেট শিকার করেন। এছাড়া হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দুটি করে উইকেট নেন। শাদাব খান ম্যাচসেরা নির্বাচিত হন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।