আল্লামা শাহ্ আব্দুল জব্বার রহ.এর স্মরণে গাঁথাছড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
।। মো.গোলামুর রহমান।।
বায়তুশ শরফের প্রধান রূপকার, হাদিয়ে জামান আল্লামা শাহ্ আব্দুল জব্বার (রাহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব বাযতুশ শরফ, চট্টগ্রাম)এর স্মরণে দোয়া মাহফিল ও খতমে কোরআন এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
২৫ মার্চ-২৪ বিকাল ৩.৩০ ঘটিকা হতে গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে বায়তুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গনে খতমে কোরআন, খতমে তাহলিল, আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমপ্লেক্সের সম্মানিত সহ- সুপার মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব।
মাস্টার ইসমাইল সাহেবের সঞ্চালনায় উক্ত মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা সাদুর রশিদ সাহেব খতিব মাইনীমুখ বাজার জামে মসজিদ,
মাওলানা আমিনুর রশিদ, খতিব, গাঁথাছড়া বায়তুশ শরফ জামে মসজিদ, জনাব এখলাস মিয়া খান সাধারণ সম্পাদক, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স, জনাব আবু সাঈদ, মাওলানা হাফিজ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার শেষে ফাতেহা শরীফ পাঠ ও মরহুমদের রুহের মাগফিরাত ও মুসলিম উম্মার জন্য রহমত, বরকত, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়।