৯৯৯৯ জন গর্ভবতী মাকে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী

0 ১৯৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে মাসব্যাপী গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী।

এই সময়ে ৯ হাজার ৯৯৯ জন গর্ভবতী মাকে স্বাস্থ্যসেবা দেয়া হয়। এ ছাড়া ৪২ জনের করোনা পরীক্ষাসহ ১ হাজার ৭৭৪ জনের রক্ত পরীক্ষা করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ জুলাই পর্যন্ত এই বিশেষ স্বাস্থ্যসেবা চলবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।