৩৭ বিজিবি কর্তৃক আটককৃত মহিষ গুলোর নিলাম সম্পন্ন

alokitolangadu@gmail.com

0 ২০৭

 

মো.গোলামুর রহমান,

রাঙ্গামাটির লংগদুতে চোরাই পথে বর্ডার ক্রস করে নিয়ে আসা আটককৃত ৫টি মহিষ নিলামে দিয়েছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টায় রাজনগর ব্যাটালিয়নে নিলামে অংশগ্রহণকারী ১০ জন ব্যবসায়ীর মাঝে নিলামের ডাক শুরু করা হয়।

এসময় আটককৃত ৫টি মহিষের সর্ব্বোচ্চ ডাক ৪ লক্ষ থেকে ৬লক্ষ ৩হাজার টাকা পর্যন্ত উঠে। স্থানীয় ব্যবসায়ী তারা মিয়া সর্ব্বোচ্চ ডাকে মহিষ গুলোকে নিলামে ক্রয় করে নেন।

নিলামে চট্টগ্রাম সীতাকুণ্ড কাস্টমস বিট কর্মকর্তা সেলিম মোল্লা সরকারী বিধিনিষেধ অনুযায়ী নিলাম কার্য পরিচালনা করে মহিষ গুলো নিলামে ডাক তুলেন।

রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম এর দিকনির্দেশনায়,এসময় উপস্থিত ছিলেন, রাজনগর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রসুল আমিন, গুলশাখালী ফাড়ি পুলিশ ও অত্র জোনের বিভিন্ন পদের অফিসার বৃন্দ।

উল্লেখ্য গত ১৪ জুলাই শনিবার আনুমানিক সন্ধ্যা ৬ঘটিকার সময় ৫টি মহিষ নিয়ে বগাচতর ইউনিয়নের শিবারেগা থেকে বৈরাগী বাজার যাওয়ার পথে  রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনস্থ রাঙ্গীপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন টহল করার সময় দেখতে পান কিছু সংখ্যক মহিষ নিয়ে যাচ্ছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী, পরে সন্দেহজনক হলে তাদের জিজ্ঞেসাবাদ করলে তারা এগুলো ভারতীয় মহিষ বলে স্বীকার করে। তৎক্ষনাৎ ৩৭ বিজিবি মহিষ গুলো আটক করে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।