সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনুর স্বামী আনোয়ার মিন্টু আর নেই

0 ১৮৪

আলোকিত লংগদু ডেক্সঃ

পার্বত্য চট্টগ্রামের মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর স্বামী শাহ আনোয়ার মিন্টু (৬৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার পারিবারিক সূত্রে জানানো হয়, তিনি প্রথমে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের মেক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তিনি সুস্থ্য হলেও ফুসফুসজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ইম্পেরিয়াল হাসপাতালে রেফার করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

তাকে পারিবারিকভাবে রাঙামাটি শহরের ভেদভেদী কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।