সাজেকে পর্যটকবাহী পিকআপ মোটরসাইকেল সংঘর্ষ! গুরুতর আহত ২

0 ১৯৬

রাংগামাটির সাজেকে পর্যটকবাহী পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ গুরুতর আহত ২।বুধবার(২৮অক্টোবর) সাজেক সড়কের মাচালং বাজার মন্দির সংলগ্ন এলাকায় দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।এসময় আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী মোঃ জামিল(২২), মোঃ মোরশেদ কবির শোভন(২৪ বছর) নামের দুই পর্যটক। তারা দুইজনের গ্রামের বাড়ি বরিশাল শহরে, দুজনই ঢাকায় পড়াশুনা করেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, মোটর সাইকেল আরোহী পর্যটক দুইজন সাজেক যালচ্ছিল এবং বিপরীত দিক থেকে পর্যটকবাহী পিকআপ সাজেক থেকে ফিরছিল গাড়ী দুইটিই বেপরোয়া গতিতে চলছিল যার ফলে এই দূর্ঘটনা ঘটে।সংঘর্ষ কারী মোটরসাইকেল নাম্বার ঢাকা মেট্রো ল- 20-0702 ও পিকআপ নাম্বার চট্রমেট্রো 11-5185আহতদের নিরাপত্তাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।