সাংবাদিকদের দেশপ্রেম ও মানবতাবোধ নিয়ে কাজ করতে হবে- প্রধানমন্ত্রী

0 ১২৮

আলোকিত লংগদু ডেক্স:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকদের দেশপ্রেম ও মানবতাবোধ নিয়ে কাজ করতে হবে। রবিবার সকাল সাড়ে ১০টার পর পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। দেশপ্রেম নিয়ে সাংবাদিকরা যেন কাজ করেন সেই আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সরকার বিশ্বেরকাছে বাংলাদেশের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনেছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করতে ৭৫ পরবর্তী সরকারগুলো কাজ করেছে। ওই সময়ে যারা ক্ষমতায় ছিল দুর্নীতিই ছিলো তাদের একমাত্র নীতি।

দুর্নীতি ধরা পড়লে সরকার ব্যবস্থা নিচ্ছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, আগে দুর্নীতি অন্যায় ধামাচাপা দেয়া হতো। কিন্তু এই সরকার তা করে না। যারা দুর্নীতি করছে সরকার তাদের ছাড় দিচ্ছে না।

অনুষ্ঠানে গত ১১ বছরে দারিদ্রের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলে জানান সরকারপ্রধান।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।